ছাত্রদল নেতার মামলায় বিএনপি নেতা কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় শফিক নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার বাদী মো. শান্ত উপজেলার বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। শফিক উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে করাগারো পাঠানো হয়।
জানায়, ১০ ডিসেম্বর শফিক ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে অংশগ্রহণ করেন। ১১ ডিসেম্বর লক্ষ্মীপুর আদালতে সফিকের মামলার হাজিরা ছিল। কিন্তু তিনি উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ২১ ফেব্রুয়ারি মিছিল শেষে রায়পুর উপজেলা পরিষদ সড়কে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। এরমধ্যে ১ মার্চ ছাত্রদল নেতা মো. শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অচেনা আরও ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করে। মামলায় রহস্যজনক কারণে বিএনপি নেতা শফিককেও আসামি করা হয় বলে জানা যায়।
রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শফিকের নামও অন্তর্ভূক্ত করেন। এ ঘটনায় ১৩ মে কবিরকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।