আর্কাইভ থেকে এশিয়া

বউ চাই, বউ! এই দাবিতে জেলাপ্রশাসকের কাছে ৫০ যুবক

বউ চাই, বউ! এই দাবি তুলেই রীতিমতো বরের বেশে, ঘোড়ায় চড়ে জেলাপ্রশাসকের কাছে গেলেন ৫০ জন অবিবাহিত যুবক। বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের শোলাপুরে দেখা যায় মাথায় পাগড়ি পরে, ঘোড়া নিয়ে মিছিল করতে করতে আসছেন এক দল যুবক। মিছিলের সামনে রয়েছে একটি বড় ব্যানার। সেখানে লেখা ‘বরকণে মোর্চা’। পরে অবশ্যে জানা গেল এ সব কিছুই প্রতীকী প্রতিবাদ জানানোর উদ্দেশে। মহারাষ্ট্রে নারী-পুরুষ লিঙ্গ অনুপাতের ব্যবধান ক্রমশ বাড়ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এমন লিঙ্গ অসাম্য চলতে থাকলে পরে অবিবাহিত পুরুষরা বিয়ে করার জন্য কোনও মেয়ে পাবেন না। সে বিষয়টি মাথায় রেখেই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই অভিনব পথ বেছে নিয়েছেন। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে মহারাষ্ট্রে প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা ৯২০। বিক্ষোভকারীদের দাবি, শিশু জন্মের আগে তাঁ লিঙ্গ পরীক্ষার যাবতীয় ব্যবস্থা আইন করে নিষিদ্ধ করতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

#WATCH | Maharashtra: About 50 bachelors, wearing 'sehras' (wedding crowns), took out a procession with drums and horses to the Collector's office in Solapur, demanding implementation of the Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act (22.12) pic.twitter.com/Q4rHNZdr9A

— ANI (@ANI) December 23, 2022

এ সম্পর্কিত আরও পড়ুন