লিটনের পর সাকিবকে কিনলো কলকাতা
আইপিএলে অল রাউন্ডার সাকিব আল হাসানকে এবার কিনে নিলো কলকাতা। এ জন্য সাকিবকে দিতে হচ্ছে এক কোটি ৫০ লাখ টাকা।
এর আগে বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে তুলে নেয় কলকাতা। ৫০ লাখ টাকা তাকে দেবে কলকাতা।
এদিকে, আইপিএলের ‘মিনি’ নিলাম ‘মেগা’ করে দিলেন স্যাম কারেন। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন স্যাম কারেন। ফাইনালে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও হাতে নেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) তাকে পঞ্জাব কিংস কিনল সাড়ে ১৭ কোটি রুপিতে। এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসের। তাকে গেলো বছরের নিলামে সোয়া ১৬ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে ব্যাপক কাড়াকাড়ি হয়। কিন্তু সাড়ে ১৭ কোটিতে তাকে কিনে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স।
এ বছরের শুরুতে যে মেগা নিলাম হয়েছিল, সেখানে এত দাম দিয়ে কোনও ক্রিকেটারকে কেনার সাহস দেখাননি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তখন তাদের মূল লক্ষ্য ছিল দল গুছিয়ে নেওয়া। কিন্তু মাঝের এই নিলামে দলগুলি নিজেদের আরও শক্তিশালী করতে মরিয়া। অনেকের হাতে প্রচুর টাকাও রয়েছে। তাই জন্যেই বেশি টাকা দিকে কার্পণ্য করছেন না কেউই।
এ দিন কারেনকে নিয়ে পঞ্জাব এবং মুম্বইয়ের মধ্যে ব্যাপক লড়াই হয়। মাঝে এক বার ঢুকে পড়েছিল দিল্লি ক্যাপিটালসও। কিন্তু তারা বেশি দূর এগোতে পারেনি।