লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জনের মৃত্যু
সাভারের কলমায় লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ফজলুল করিম (৪০), নাসির (৪০) ও ফাহিম (২১)।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।