আর্কাইভ থেকে আন্তর্জাতিক

শ্রদ্ধাকে হত্যার বড় প্রমাণ পুলিশের হাতে

দিল্লির শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে মিলেছে নতুন তথ্য। আফতাবের নতুন অডিও রেকর্ড পেয়েছে পুলিশ। যাকে এই ঘটনায় ‘বড় প্রমাণ’ বলে দাবি করছেন তদন্তকারীরা।

আফতাবের নতুন অডিওটি থেকে জানা গেছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তার কথা কাটাকাটি এক পর্যায় তুমুল ঝগড়ায় পরিণত হয়।

তদন্তকারীরা মনে করছেন, এই অডিও থেকে খুনের কারণ আরও পরিষ্কার হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) আদালতের নির্দেশের পর ফরেন্সিক দল আফতাবের গলার স্বরের নমুনা সংগ্রহ করবে। তার পর তা নতুন পাওয়া অডিও রেকর্ডটির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

লিভ-ইন সঙ্গীকে হত্যা করে তাকে ৩৫ টুকরো করার ঘটনায় আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। খুনের ৬ মাস পর তার কীর্তি প্রকাশ্যে এসেছে। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করে নিয়েছে আফতাব। কিন্তু তার প্রমাণ জোগাড় করতে তদন্তকারীদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে।

শুক্রবারে (২৩ ডিসেম্বর) আফতাবের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেয়া হয়েছে। গেলো ২৬ নভেম্বর থেকে তাকে হেফাজতেই রাখা হয়েছে। আদালতে নতুন অডিওটি যাচাইয়ের জন্য আফতাবের গলার স্বরের নমুনা পরীক্ষার বিরোধিতা করেছিলেন তার আইনজীবী। কিন্তু বিচারক জানান, নারকো পরীক্ষা কিংবা পলিগ্রাফ পরীক্ষার ক্ষেত্রেই কেবল অভিযুক্তের সম্মতি প্রয়োজন। এ ক্ষেত্রে তার দরকার নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন