আর্কাইভ থেকে জাতীয়

বোনকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রথম মেট্রোরেল যাত্রা

অপেক্ষার প্রহর ঘুচিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেলের উদ্বোধন শেষে প্রথম যাত্রী হিসেবে উত্তরা স্টেশন থেকে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা। এখান থেকে আগারগাঁও স্টেশন ভ্রমণ উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই ট্রেনটি চালিয়ে উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাচ্ছেন নারী চালক মরিয়ম আফিজা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় প্রথম টিকিট কেটে মেট্রোরেলে চড়ে উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও যাবেন প্রধানমন্ত্রী।

এর আগে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেল চালানোর জন্য পর্যাপ্ত সংখ্যক চালক নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে পাঁচ-ছয়জন নারী চালকও আছেন। এরই মধ্যে চালকদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

এর আগে সকালে উত্তরার দিয়াবাড়ি মাঠ থেকে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির এই মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সুধি সমাবেশে যোগ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

জানা গেছে, ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। সে লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গঠন করা হয়। এই কোম্পানির মাধ্যমে প্রথম প্রকল্প হিসাবে নেয়া হয় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৬।

যা এমআরটি-৬ নামে পরিচিত। প্রকল্পটি উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। এই প্রকল্পের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। আজ উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন।

এই অংশের দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। ১০ মিনিট অন্তর চলবে এই ট্রেন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কোনো স্টেশনে না থেমে পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট এবং স্টেশনগুলোতে থেমে থেমে পৌঁছাতে সময় লাগবে ১৭ মিনিট।

প্রাথমিক পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের চলাচলের জন্য স্কেলেটর, লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ অসুস্থ হলে সেখান প্রাথমিক চিকিৎসাও দেয়া যাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন