আর্কাইভ থেকে দেশজুড়ে

৫ ঘণ্টা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভা‌বিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে দুর্ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

বুধবার (২৮ ডি‌সেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কে প‌রিবহ‌ন চলাচ‌লে ধীর‌গ‌তির কার‌ণে যানজ‌টের সৃষ্টি হয়। প‌রে কুয়াশা কে‌টে যাওয়ায় সকাল সা‌ড়ে ১০টার পর থেকে মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘনকুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু‌ সেতু‌তে অধিকাংশ টোল বুথ বন্ধ থাকায় সেতু‌তে যান চলাচল বিঘ্নিত হয়। এতে গা‌ড়ির চাপ বে‌ড়ে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টোলপ্লাজার সবগু‌লো বুথ খু‌লে দেয়ার পর মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ কম‌তে থা‌কে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, সেতু‌তে সবগু‌লো টোলবুথ চালু হওয়ায় এবং কুয়াশা কে‌টে যাওয়ায় মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। সকাল সা‌ড়ে ১০টার পর থে‌কে তেমন গা‌ড়ি নেই।

তি‌নি আরও ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে পাঁচ‌টি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থে‌কেই বুথগু‌লো বন্ধ ছিল। এতে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায় মহাসড়‌কে। ফ‌লে কোথাও কোথাও প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন