আর্কাইভ থেকে জাতীয়

মেট্রোরেলে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অপেক্ষার প্রহর ঘুচিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেলের উদ্বোধন শেষে প্রথম যাত্রী হিসেবে উত্তরা স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও আসতে মেট্রোরেলের সময় লেগেছে ১০ মিনিট ১০ সেকেন্ড। মেট্রোরেলে চড়ে ভ্রমণ উপভোগ করন প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা। আর সেই ট্রেনটি চালিয়ে উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যান নারী চালক মরিয়ম আফিজা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে টিকিট কেটে মেট্রোরেলে চড়েন সরকারপ্রধানসহ সফরসঙ্গীরা।

বেলা ১টা ৩৩ মিনিটে ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তার ছোট বোন শেখ রেহানাও টিকিট কাটেন। ১টা ৩৭ মিনিটে কার্ড পাঞ্চ করেন প্রধানমন্ত্রী ও তার ছোট বোন। চলন্ত সিঁড়িতে চড়ে প্ল্যাটফর্মে যান তিনি। পরে সবুজ পতাকা উড়িয়ে মেট্রোরেলের যাত্রা শুরু করেন শেখ হাসিনা।

এরপর অন্যান্য রাষ্ট্রীয় কাজ শেষে প্রধানমন্ত্রী ১টা ৪৫ মিনিটে ট্রেনে প্রবেশ করার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে দিয়াবাড়ি ছেড়ে যায়।

এর আগে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

আজ সকাল ১১টায় দিয়াবাড়ির মাঠে মেট্রোরেল উদ্বোধন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শুধু নিজেই এই বাহন চড়লেন এমন না, তার সঙ্গে চড়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধী। সবমিলিয়ে দুই শতাধিক যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম মেট্রোরেল ভ্রমণ করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন