পাটুরিয়ায় সাড়ে ৭ ঘণ্টা পর স্বাভাবিক হল ফেরি চলাচল
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া -খুলনা মহাসড়কে শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্য পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা রাত থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব এতই বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে ৯টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে ।