রাজপথে পাহারায় থাকবে যুবলীগ: শেখ পরশ
আগামীকাল রাজধানীতে বিএনপির গণমিছিলের প্রতিবাদে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে রাজপথে পাহারায় থাকবে যুবলীগ।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক পদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যে অপশক্তি উন্নয়নের ধারা ব্যহত করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে। আগামীকাল জুমার নামাজের পর থেকে রাজপথে সতর্ক পাহারায় থাকবে যুবলীগ।
উল্লেখ্য রাজধানীতে নয়াপল্টন থেকে বাংলামোটর পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিলো বিএনপি। তবে, দলটিকে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়েছে।