শুরু হচ্ছে ১২০০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্র
দ্রুতই এগিয়ে চলেছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে ৮৭ শতাংশ। সংশ্লিষ্টদের আশা ২০২৪ এর শুরুতে পুরোপুরি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ১২শ’ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র।
১২শ’ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য বয়লার পাওয়ার হাউস এবং ২৭৫ মিটার উঁচু চিমনি নির্মাণের কাজ চলছে জোরেশোরে। আমদানি করা কয়লা খালাসের জন্য নির্মিত হয়েছে জেটি। শেষ হয়েছে সি-ওয়ালসহ আরও নানা স্থাপনার নির্মাণ। সব মিলিয়ে অগ্রগতি ৮৭ শতাংশের বেশি।
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, কয়লার জন্য পরিবেশে যে প্রভাব পড়বে তা এখানে হবে না। আমাদের এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে নিচ্ছিদ্র। কোনোভাবেই কয়লার কোনও প্রভাব বাইরে যাওয়া সম্ভব না।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। মাতারবারি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে দেশের মানুষ অনেক উপকৃত হবে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বাংলাদেশ এবং জাপানের যৌথ অর্থায়নে ৫১ হাজার ৮৫৪ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।