ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পরীমনি
উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল পথের একাংশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপরিবহণের দিক থেকে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধনের পরে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করেন। উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সবার জন্য উন্মুক্ত হয়েছে মেট্রোরেল।
মেট্রোরেলের চালু হওয়ার ফলে সাধারণ মানুষসহ উচ্ছ্বসিত তারকাও। তাদের মধ্যে এমনই একজন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
বৃহস্পতিবার সকালে ফেসবুক ভেরিফাইড পেজে মেট্রোরেল স্টেশনের কয়েকটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই নায়িকা।
পরীমনি ছবির ক্যাপশনে লিখেছেন- ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’