আর্কাইভ থেকে এশিয়া

ফেরেশতা নয়, প্লেবয় ছিলাম : ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্লেবয় বলে মন্তব্য করছিলেন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরপরই চটেছেন পিটিআই এর এই নেতা।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইমরান খান কামার জাভেদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বলেন, সাবেক জেনারেল বাজওয়া আমায় প্লেবয় বলেছিলেন। এর জবাবে তখন আমি বলি, হ্যাঁ আমি প্লেবয় ছিলাম। আমি কখনো দাবি করিনি যে, আমি ফেরেশতা।

লাহোরের জামান পার্কের বাসায় সোমবার ইমরান সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অডিও ফাঁসের জন্য সরকারের উপর দায় চাপিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নোংরা অডিও ও ভিডিওর মাধ্যমে আমরা আমাদের তরুণদের কী বার্তা দিচ্ছি?

এক নারীর সঙ্গে ফোনে অন্তরঙ্গ কথোপকথনের অভিযোগে সম্প্রতি ফের বিতর্কে পড়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, ফাঁস হওয়া এই অডিওগুলো ইমরানেরই।

তিনি বলেন, বাজওয়া আমার পিঠে ছুরিকাঘাত করেছে। আমাকে ক্ষমতা থেকে দূরে রাখতে সেনাবাহিনীতে তার লোকজনেরা এখনও কাজ করছে।

প্রসঙ্গত, গেলো বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান। গেলো নভেম্বরে পাঞ্জাব প্রদেশে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন