আর্কাইভ থেকে লাইফস্টাইল

নবাগত শিশুকে দেখতে গেলে জানতে হবে যা কিছু…

নবাগত শিশুর প্রতি ভালোবাসা অনুভব করা খুবই স্বাভাবিক। মন ভালো খারাপ যেমনই থাকুক না কেন নতুন একটা শিশুকে দেখলে সকলেরই অন্তরটা প্রশান্ত হয়ে যায়। নবাগতকে দেখলে কার না আদর করতে মন চায়? তুলতুলে বাবুটাকে কোলে নিয়ে আদর করতে সবারই তো ভাল লাগার কথা। তবে সেই ক্ষেত্রে মাঝে মাঝে আমরা বুঝে না বুঝে কিছু ভুল করে বসি। সেগুলো হয়তো তার মা-বাবা’র কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই নবাগত শিশুকে দেখতে যাওয়ার সময় যে বিষয় গুলো অবশ্যই মাথায় রাখাটা জরুরি তা হল- ছোট্ট একটি ফোনকল নতুন শিশু বাসায় আসার পর মা-বাবাসহ পরিবারের সবার ওপর দিয়ে বেশ বড় একটা ধকল যায়। রাত-দিনের কোনো হিসাব থাকে না তখন। এই হঠাৎ পরিবর্তনে সময় লাগে কিছুটা। এর মধ্যে হুট করে না জানিয়ে অতিথি হয়ে উপস্থিত না হওয়াই ভালো। ফোন করে কোন সময়টিতে গেলে তাদের জন্য ভালো হয়, জিজ্ঞেস করে নিন। চেষ্টা করুন সে সময়েই যাওয়ার। নবাগত খাবার নিয়ে যান নতুন অতিথিকে দেখতে যাওয়ার সময় প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে পারেন। বাড়িতে সাহায্যকারী না থাকলে নতুন মায়ের জন্য এটাই বোধ হয় সবচেয়ে বড় উপহার। প্রথম কয়েক সপ্তাহ বাড়িতে খাবার থাকলে নতুন মাকে রান্নাবান্না নিয়ে চিন্তা করতে হবে না। দূরে থাকুন নতুন শিশু দেখতে গিয়ে মা অথবা বাবার অনুমতি নিয়েই বাচ্চাকে কোলে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি অসুস্থ থাকলে শিশুকে দেখতে না যাওয়াই ভালো। অনেকে ঠান্ডা নিয়ে বাচ্চাকে কোলে নেন। আপনার ঠান্ডা থেকেই শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। নবাগত সাহায্যকারী হন নতুন মা’কে সাহায্য করার চেষ্টা করুন। শিশুকে নিজের কাছে রাখুন যাতে মা ঘুমাতে পারে বা গোসল করতে পারে। গৃহস্থালির কাজে সাহায্য করুন। হাত ধুয়ে নিন শিশুকে কোলে নেয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন। অনেক সময় মা-বাবা লজ্জার কারণে বলতে পারেন না। ভাবেন, অতিথি মন খারাপ করবেন। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, হাত-মুখ পরিষ্কার করে নিয়ে বাচ্চা কোলে নেবেন। হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। নেতিবাচক কথা থেকে বিরত থাকুন ছেলে হলে ভালো হতো না মেয়ে হলে ভালো হতো, গায়ের রং কালো না ফরসা, চুল কম না বেশি—এসব বিষয় নিয়ে কোনো রকম নেতিবাচক কথা বলবেন না। নাম পছন্দ না হলেও বলুন, নামটা সুন্দর। অনেক মা আছেন, যারা সন্তান হওয়ার সময় বেশ মোটা হয়ে যান। অতিথি যতই কাছের লোক হোন না কেন, এ বিষয়টি মাকে মনে করিয়ে না দিলেও হবে। মা-বাবার মন খারাপ হয়ে যাবে, এমন কোনো কথা না বলাই ভালো। উপদেশ নয় আপনার সন্তান হওয়ার যে অভিজ্ঞতা, আরেকজনের বেলায় তেমনটা না-ও হতে পারে। নতুন মা-বাবা জানতে না চাইলে কোনো ধরনের উপদেশ দেবেন না। এতে অনেক সময় বিরক্ত হয়ে যান তারা। নবাগত বিশ্রাম করতে দিন মা’কে নবাগত শিশুকে দেখতে গিয়ে বেশিক্ষণ না থাকাই ভালো। মা ও সন্তানকে বিশ্রাম করতে দিন। আপনি যত নিকটাত্মীয়ই হোন না কেন, মা যখন সন্তানকে বুকের দুধ খাওয়াবেন, সেখান থেকে সরে আসুন। মা অনুমতি দিলে থাকতে পারেন। তবে বুকের দুধ কীভাবে খাওয়াবেন, বাচ্চা দুধ পাচ্ছে কি না—এ নিয়ে বেশি কথা না বলাই ভালো। এক ঝলকে কিছু টিপস্ ছোট্ট নতুন অতিথিকে কোলে নেয়ার আগে অবশ্যই আপনার হাত ধুয়ে নিন।

কোলে নেয়ার ক্ষেত্রে হাত এবং বাহু উভয় ব্যবহার করুন।

আপনি যদি কোনও ধরণের গয়না পরেন তবে এটি খুলে রাখুন, গয়না দিয়েও আঘাত পেতে পারে শিশুটি।

আপনার চুল শিশুর নাগালের বাইরে রাখুন।

শিশুকে চুম্বন করবেন না। মুখে প্রচুর জীবাণু থাকে।

যদি শিশুটি কাঁদতে শুরু করে তবে তাকে তার মা’র কাছে দিয়ে দিন।

জিজ্ঞাসা না করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না।

আপনার ফোনটি সাইলেন্ট করে ঘরে ঢুকুন। একটি কল বা ম্যাসেজের শব্দ শিশুর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন