আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সারাদেশে আপাতত লকডাউন নয়: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে করোনাভাইরাসের পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

আজ বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে তিনি এ তথ্য জানান।

ডা. রোবেদ আমিন বলেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পার্শ্ববর্তী সাতটি জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

গতকাল মঙ্গলবার (২২জুন) মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। 

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন