আর্কাইভ থেকে দেশজুড়ে

দোহার ও নবাবগঞ্জে বিকেল ৫ টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৭ দিন ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে সকল জেলা ও উপজেলার নৌ ও স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া দোহার ও নবাবগঞ্জের হাট-বাজারসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বিকেল ৫টার পর বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ঢাকা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক বিশেষ ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

 ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিন উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলো জানান।

সিদ্ধান্তগুলো হলোঃ

দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে অন্যান্য জেলা ও উপজেলা নৌ, স্থল পথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী হাসপাতালের বাহিরে নিজ বাড়িতে অবস্থান করলে সেখানে লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে, সকলের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করতে হবে, বিভিন্ন স্থানে হাত ধৌয়ার ব্যবস্থা করতে হবে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা সকাল ৬টার থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে, সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে, অপ্রয়োজনীয় জনচলাচল সীমিত করতে হবে, প্রচারের জন্য মাইকিং করতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, সকল ব্যবসা প্রতিষ্ঠান বিকেল ৫টার পর বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রোধে সকল সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন