রনি তালুকদারের ঝড়ে ১৭৭ টার্গেট রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের নবম আসরের প্রথম দিনের দ্বিতীয় খেলায় টচে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ শুক্রবার ( ৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় ব্যাটিং এ নেমে রনি তালুকদারের ঝড়ো ইনিংসে ১৭৬ রান তোলে রংপুর রাইডার্স।
৮৪ রানের মাথায় রনি তালুকদার খুশদীল শাহের বলে স্ট্যাম্পিং হবার আগে করেন ৩১ বলে ৬৭ রান। সেই সাথে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত সময় ১৯ বলে ৫০ করার রেকর্ড করেন তিনি।
দলের আরেক ওপেনার মোহাম্মদ নাইম ৩৪ বলে ২৯ করে আউট হওয়ার পর দলের হাল ধরেন শোয়েব মালিক ও সেকেন্দার রাজা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি রাজা। মোসাদ্দেকের বলে আউট হবার আগে ১০ বলে করেন ১২ রান। ২৬ বলে ৩৩ রান করে রান আউট হন শোয়েব মালিক। অধিনায়ক নুরুল হাসানের অপরাজিত ১১ বলে ১৯ এবং বেনি হাওয়েল করেন ৮ রান।
কুমিল্লার হয়ে খুশদিল শাহ, ফজল হক ফারুকী এবং মোসাদ্দেক হোসেন সৈকত ১ টি করে উইকেট নেন।