আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউরো ২০২০-র নক আউটে শেষ ষোলোর সূচি

ইউরো ২০২০-র মঞ্চে ২৪ দল নিয়ে যে লড়াই শুরু হয়েছিল সেটা টিকে আছে ১৬ দল নিয়ে। প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ৮ দল। বাকিরা নিশ্চিত করেছে নক আউট পর্ব। এবার নক আউট পর্বে জিতলেই ধাপে ধাপে শিরোপার কাছে যেতে পারবে দলগুলো। হারলে শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায়।

যে দলগুলো নক আউট পর্বে উঠেছে, কার সঙ্গে কার খেলা এক নজরে দেখে নেয়া যাক... 

ইউরো ২০২০-র শেষ ষোলোর সূচি

১. ওয়েলস বনাম ডেনমার্ক- ২৬ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)

২. ইতালি বনাম অস্ট্রিয়া- ২৭ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)

৩. নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র- ২৭ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)

৪. বেলজিয়াম বনাম পর্তুগাল- ২৮ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)

৫. ক্রোয়েশিয়া বনাম স্পেন- ২৮ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)

৬. ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড- ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)

৭. ইংল্যান্ড বনাম জার্মানি - ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১০টা)

৮. সুইডেন বনাম ইউক্রেন- ৩০ জুন (বাংলাদেশ সময় রাত ১টা)  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন