শাহরুখের মেয়ের সঙ্গে বচ্চনের নাতির প্রেম নিয়ে পরিবার যা বলছে
বড়দিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে। তখনই গুঞ্জন শুরু হয়। দুজনকেই দেখা গিয়েছিল ম্যাচিং পোশাকে। ক্রিসমাস উৎযাপনের ছবিগুলি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন জল্পনা শুরু হয় যে অগস্ত্য এবং সুহানার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে।
অগস্ত্য যখন তার পরিবারের সঙ্গে ক্রিসমাস পার্টিতে যাচ্ছিলেন, তখন তিনি তার বোন এবং মাকে সুহানা খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুহানা এবং অগস্ত্যর বেশ কিছু ছবি ইতোমধ্যে সামনে এসেছে। তা দেখে অনেকেই মনে করেছেন যে তারা ডেটিং করছেন।
জানা গেছে, শ্বেতা বচ্চন সুহানা খানের সঙ্গে ছেলে অগস্ত্যের সম্পর্কের জন্য খুশি। তিনি সুহানাকে অনেক পছন্দ করেন। সুহানা এবং অগস্ত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। দুজনকেই একসঙ্গে উপভোগ করতে দেখা গেছে। এখন তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। তবে প্রকাশ্যে এখনও কেউ এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
সুহানা এবং অগস্ত্য দুজনেরই বয়স ২২ বছর। দুজনেই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' এর অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন। সেই সিনেমার কিছু ছবির ঝলক সামনে এসেছে ইতোমধ্যে। সেখানে সুহানা এবং অগস্ত্যর পাশাপাশি আরও কয়েকজন স্টার কিড রয়েছেন।
রিপোর্টে দাবি করা হয়েছে, এই সিনেমার শ্যুটিং চলাকালীনই সম্পর্ক শুরু হয় সুহানা এবং অগস্ত্যর মধ্যে। এখন এই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনের শেষ নেই বি-টাউনে।