আর্কাইভ থেকে ক্রিকেট

রংপুরকে হারিয়ে প্রথম জয় সাকিবদের

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে টচে জিতে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সকে ব্যাটিং করতে পাঠায় সাকিব।

টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাকিবের হাতে গোল্ডেন ডাকে নাঈমকে হারায় রংপুর। এর কিছুক্ষণ পর দলীয় ২৩ এবং ৪১ রানের মাথায় যথাক্রমে সিকান্দার রাজা এবং শেখ মেহেদীকে ফিরিয়ে রংপুরকে চাপে ফেলে দেয় বরিশালের বোলাররা। কিন্তু ওপর প্রান্তে থাকা রনি তালুকদার আগের দিনের মতো আজকেও ব্যাটিং প্রান্ত আগলে রাখেন।

রনি তালুকদারের ঝড়ো ২৮ বলে ৪০ রান দলকে বড় সংগ্রহের আভাস দিলেও নুরুল হাসান সোহান, হাসমতইল্লাহ ওমরজাই এবং বিনি হাওয়েলের দ্রুত পতনে রংপুরের বড় রানের পথে রুদ্ধ হয়ে যায়।

তবে শেষ দিকে শোয়েব মালিকের অপরাজিত ৩৬ বলে ৫৮ এবং রবিউল হকের ১৮ রানে নির্ধারিত ২০ ওভার শেষে রংপুর সংগ্রহ করে ১৫৮ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১৮ রানেই দুই ওপেনারকে হারায় বরিশাল। সেখান থেকে দলের হাল ধরেন বল হাতে ২ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ ও আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। ২৯ বলে ৪৩ রান করে মিরাজ ফিরে গেলেও ফিফটি তুলে নিয়ে জয়ের পথে রেখেছিলেন জাদরান।

৫২ রান করে জাদরান আউট হয়ে গেলে করিম জানাতকে নিয়ে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন ইফতেখার আহমেদ। ১৮ বলে অপরাজিত ২৫ রান করেন ইফতেকার এবং ১৪ বলে ২১ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন জানাত।

এ সম্পর্কিত আরও পড়ুন