অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে অফিসার পদে চাকরি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এজেন্ট ব্যাংকিং বিভাগে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত না বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা: সদ্য পাস করা স্নাতকধারীরা আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস অফিস, ইন্টারনেট ও ইমেইল আদান প্রদানে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়েগের পর ঢাকায় চাকরি করার আগ্রহ থাকতে হবে।