রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি
উত্তরের রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এদিন পাবনার ঈশ্বরদীতেও ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি ছিল গত শনিবার। এরপর আবার তাপমাত্রা বেড়ে যায়। তবে বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, আর ৯টায় ছিল ৯৩ শতাংশ।
স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্রচুর শীত। পকেটের বাইরে হাত থাকলে ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতের কারণে পানি ছোয়ার উপায় নেই। ক্লাসে বাচ্চারাও জড়োসড়ো হয়ে বসে থাকছে। দরজা-জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে ক্লাস নেয়া হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়। পাবনার ঈশ্বরদীতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, হিমেল হাওয়ার কারণে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়েছে। শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্নআয়ের মানুষ। নগরীর বিভিন্ন এলাকায় মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।