রাজশাহীতে কনঁকনে শীত বিপাকে জনজীবন
সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে। এটি চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের হাত থেকে রেহাই পেতে ছিন্নমূল মানুষদের খরকুটোয় আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। আগুনের পরশে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্র মানুষ। হঠাৎ করে আবারও শীত বেড়ে যাওয়ার বাড়ছে শীতজনিত রোগের প্রকোপও।
বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এদিন পাবনার ঈশ্বরদীতেও ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক আব্দুস সালাম জানান, গত মঙ্গলবার রজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস। এরআগে রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ বুধবার ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। রাতের তাপমাত্রা আরো নিচে নামার সম্ভবনা রয়েছে বলেও ধারণা করছেন আবহাওয়া অফিস। তীব্র কাহিল হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছে রাজশাহীর জনজীবন। মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ গুণ। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হয়ে শীতে কষ্ট পাচ্ছেন।