কুবিতে সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠনের জোট 'সম্মিলিত আঞ্চলিক জোটে'র নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) সম্মিলিত আঞ্চলিক জোটে'র গত কমিটির সমন্বয়কবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লালমাই-সদর দক্ষিণ স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান পলাশ, বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান তানিম, বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজী, টাঙ্গাইলের বন্ধনের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার মামুন, দেবীদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিয়াস এবং জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুল আলম৷
উল্লেখ্য, নবগঠিত এ কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবেন৷