মেয়ের ছবি শেয়ার করলেন বিরুষ্কা
দেখতে দেখতে দুই বছর পার। দুইয়ে পা মেয়ে ভামিকার। সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে ক্যামেরার সামনে না আনার কথা সমাজমাধ্যমে বলেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সে কথা মাথায় রেখে মেয়ের মুখ দেখাননি বটে, তবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে মেয়ের ছবি শেয়ার করতে পিছপা হননি বলিউডের এই জুটি।
কোনও এক বাগানের বেঞ্চে বসে মা। কোলে তার সন্তান। সন্তানের সঙ্গে খেলা করার অনাবিল আনন্দের সেই মুহূর্ত। যে মুহূর্তের তুলনা প্রায় নেই বললেই চলে। মেয়ের জন্মদিনে সেই মুহূর্তই সমাজমাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
অনুষ্কার পাশাপাশি বিরাট কোহলিও সমাজমাধ্যমে শেয়ার করেন তার ‘হার্টবিট’-এর ছবি। ভামিকাকে কোলে নিয়ে ঘাসের ওপরে শুয়ে ভারতীয় ক্রিকেট তারকা। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেন বিরাট। সেই ছবিতেও অবশ্য মুখ দেখা যাচ্ছে না ভামিকার।
বর্ষবরণ করতে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরুষ্কা। সেই সময়ে সমুদ্রসৈকতে মা-বাবার সঙ্গে ভামিকার খেলা করার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন বিরাট।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছবির ক্যাপশনে লেখেন, ‘ঈশ্বর যা কিছু দিয়েছেন, এর পর আর কিছু চাওয়ার নেই, আমি শুধু কৃতজ্ঞ।’
দুবাই থেকে মথুরায় এসে মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমে যান বিরুষ্কা। সেই আশ্রমে ঘণ্টাখানেক ছিলেন এই জুটি। সেখানে ধ্যান করে ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশীর্বাদ নেন তারা। আশ্রমে থাকাকালীন বিরাট, অনুষ্কা ও ভামিকার ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে।