বিশ্বকাপের মেডেল নয়, পেলেকে স্মরণ করলেন মেসি
বিশ্বকাপ জয়ের পর সবাই ফিরেছে ফুটবল মাঠে। কিন্তু আর্জেন্টাইন নায়ক মেসি মাঠে ফিরলেন বেশ সময় নিয়ে। আর মাঠে ফিরেই মেসি স্মরণ করলেন পেলেকে। অথচ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সব খেলোয়াড় ক্লাবে ফেরার প্রথম ম্যাচে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন।
বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামেন তিনি। খেলা শুরুর আগে ওয়ার্ম আপে তার গায়ে ছিল ‘অমর পেলে’লেখা সাদা একটি টি-শার্ট।
তবে মেসি একা নন। সাদা টি-শার্টে ওয়ার্ম আপ করেছেন দলের সবাই-ই। তবে নিজের বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচে যেখানে উদযাপনে মুখর থাকার কথা ছিল মেসির, সেখানে এমন শ্রদ্ধা যেন মুগ্ধ করেছে সবাইকে। এখানেই শেষ নয়, মেসির ফেরার ম্যাচে খেলা শুরু হয়েছে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে।
পার্ক ডি প্রিন্সেসে অ্যাঙ্গার্সকে বিপক্ষে অনবদ্য ছিলেন মেসি। এক গোল এবং এক অ্যাসিস্টে করে দলকে এনে দিয়েছেন জয়।