চলন্ত ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারী চালিত চলন্ত ইজিবাইক থেকে পড়ে মনুজান বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত ওই ব্যাক্তি মনুজান বেগম বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।
গেলো বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকায় বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়কে এ ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনুজান তার পরিবারের সদস্যদের সাথে তেঁতুলিয়ার কালান্দিগছ এলাকায় এক মৃত আত্মীয়কে দেখতে যান । সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে ইজিবাইক করে বাড়িতে নেয়ার পথে ওই এলাকায় চলন্ত ইজিবাইক থেকে সড়কে পড়ে আঘাত প্রাপ্ত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।