ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
লালমনিরহাটে দুই সন্তান নিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে।। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
নিহতরা হলেন- লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২) ও ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭)।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।