সুপার কাপের ফাইনালে মুখোমুখি মাদ্রিদ-বার্সা
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ফলে আরও একবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এল ক্লাসিকো’।
রোববার (১৫ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভ্যালান্সিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনাল জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল ভিনিসিয়াসরা। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা বনাম রিয়াল বেতিসের ম্যাচটার ফলাফলের জন্যা। অতঃপর অপেক্ষা ঘুচল সেই ফলাফলের।
আরও পড়ুন: ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার, নেই রোনালদো
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে টুর্নামেন্টটির দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর ১২০ মিনিটের লড়াইয়ে দুই দল ছিল সমানে সমান। নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময় শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে জার্মান গোলরক্ষক টেন স্টেগেনের বীরত্বে জিতে যায় বার্সেলোনা। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ব্যবধান গড়ে দেন তিনি।