চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ সূচনা বাংলাদেশের মেয়েদের
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল তারা।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে 'এ' গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ায়র বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাটিং এ নামে অজিরা। মারুফা আক্তার ও দিশা বিশ্বর অসাধারণ বোলিংয়ে পর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া।
জবাবে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান মিষ্টি রাণী। এরপর দিলারা আক্তারের ৪০ এবং সুমাইয়া আক্তারের অপরাজিত ৩১ রানের সুবাদে ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রমীলা বাংলাদেশিরা।