ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
গাইবান্ধার সাঘাটায় উপজেলায় রাহুল মিয়া (১০) নামের মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার অভিযোগ উঠছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওয়াশিম মিয়া নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার ছাতকালপানি ইউসুফ-জোবেদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। আটককৃত শিক্ষক ওয়াশিম মিয়া উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কৈচড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পুর্ব শিমুলতাইর গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রাহুল মিয়া ওই মাদ্রাসায় লেখাপড়া করে আসছিল। এরই মধ্যে শুক্রবার দুপুরের দিকে মাদ্রাসা শিক্ষক ওয়াশিম মিয়া কৌশলে রাহুলকে তার রুমে ডেকে নেয়। এসময় ভালো কিছু খাবারের প্রলোভন দেখায় ছাত্র রাজী না হওয়ায় পরে রাহুলকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। এরপর বিষয়টি জানা জানি হলে ওই ছাত্রের অভিভাবক শনিবার সকালে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনজার্চ রাকিব হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১১ টার দিকে ওই প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত শিক্ষক ওয়াশিম মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।