ঢাকায় রিচার্লিসনকে মনে করালেন আরেক ব্রাজিলিয়ান
কাতার বিশ্বকাপে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের বাইসাইকেল কিকে করা গোলটা এতো দ্রুত ভুলে যাবার কথা নয়। রিচার করা সেই গোলটিই শেষ পর্যন্ত স্বীকৃতি লাভ করে কাতার বিশ্বকাপের সেরা গোলের ।
সেই গোলটাকে আবার মনে করে দিলেন আরেক ব্রাজিলিয়ান। সেটাও আবার ঢাকার মাটিতে। বসুন্ধরা কিংসের হয়ে ব্রাজিলিয়ান দরিয়েলতন গোমেজ করলেন এমন একটি গোল।
আরও পরুন: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ সূচনা বাংলাদেশের মেয়েদের
গতোকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশের। ম্যাচের ২৭ মিনিটে মাথায় রাকিবের দেওয়া ক্রসে রিচার্লিসনের সেই বিশ্বকাপ গোলটির মতোই দর্শনীয় বাইসাইকেল কিকে একটি গোল করেন দরিয়েলতন। তার করা একমাত্র গোলেটি জয় এনে দিয়েছিল বসুন্ধরা কিংসকে।