আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মেক্সিকোতে হট এয়ার বেলুন বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হট এয়ার বেলুন দুর্ঘটনায় হয়ে মারা গেছে দুই নারীসহ অন্তত পাঁচজন। শনিবার নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে একটি যাত্রীবাহী হট এয়ার বেলনু নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে পর্যটক বহনকারী হট এয়ার বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে নামতে থাকে। এ সময় ১০০ ফুট উপর থেকে বেলুনটি আছড়ে বৈদ্যুতিক তারের ওপর পড়লে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় অন্তত চারজন। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ। তাকে আলবুকার্ক হাসপাতালে নেওয়া হলেও পরে সে মারা যায়।

দুর্ঘটনার পর শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে ১৩ হাজারের বেশি বাসিন্দা।

অ্যালবুকুরকি পুলিশ বিভাগের মুখপাত্র গিলবার্ট বলেন, ঘটনার পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যবশত কয়েকজন মারা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞ প্যানেল।

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মর্মান্তিক বেলুন দুর্ঘটনায় মারা যায় ১৬ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন