মরুর বুকে আজ উত্তাপ ছড়াবে এল ক্লাসিকো
মরুর বুকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লা লীগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ।
একটা সময় এল ক্ল্যাসিকো মানেই মেসি-রোনালদোর দ্বৈরথ। ধীরে ধীরে শেষ হয়ে গেছে সেই দ্বৈরথ। প্রথমে রোনালদো এরপর মেসি ছেড়ে গেলেন স্পেন।
হয়তো এল ক্লাসিকো হারিয়ে ফেলেছে তার পুরনো উত্তাপ। কিন্তু মাদ্রিস্তা ও কিউলদের কাছে তো কখোই সেই উত্তাপ ফুরিয়ে যাবার কথা নয়। তাই মরুর বুকে আবারও সেই উত্তাপ ছড়াতে যাচ্ছে মাদ্রিদ- বার্সা লড়াই।
আজ রবিবার (১৫ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১ টায় মাঠে নামবে দুই দল।
মেসি-রোনালদো নেই, তবে আছেন বেনজেমা-লেওয়ানডস্কি, ভিনিসিয়াস-ডাম্বেলে, রাফিনহা-রদ্রিগো। এল ক্লাসিকো জমাতে এরাও বা কম যাবে কিসে।