গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মাদক ব্যবসায়ি মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালাত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেয় আদালাত।
আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ বিচারক মোঃ আবুল মুনসুর মিঞা এই রায় প্রদান করেন। এসময় আদালতে আসামী উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারী গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের শ্রীপতিপুরের পাঁচপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা তার বাড়ি সংলগ্ন এলাকায় হিরোইন বিক্রির সময় আসামী মমিনুল ইসলাম মদনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় অজ্ঞাত পরিচয় দু’তিনজন পালিয়ে যায়। মদনের দেহ তল্লাশী করে পলিথিনে রাখা ওই হিরোইন পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য আইনে জেলা হাজতে প্রেরণ করা হয়।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটিউটর ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মমিনুল এক পেশাদার মাদক ব্যবসায়ী ছিলেন, প্রায় দুই বছর সাক্ষ্য প্রদানের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।