দেশব্যাপী বিএনপির মিছিল-সমাবেশ আজ
দশ দফা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ দেশের সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে।
এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। তবে, হাসপাতালে ভর্তি থাকায় মির্জা ফখরুল উপস্থিত থাকতে পারবেন না।
দলের একাধিক সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের এই কর্মসূচি থেকে আসতে পারে নতুন কর্মসূচি।
এর আগে, গত ১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, কেন্দ্রসহ জেলা, উপজেলা ও মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। কিন্তু পরের দিন কর্মসূচিতে পরিবর্তন এনে ফখরুল বলেন, জেলা শহর বাদে সারাদেশে সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করা হবে।