কুয়াশার সাথে বাড়তে পারে শীতও
ভোরে কনকনে ঠাণ্ডায় কাবু জনজীবন। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জীবিকার তাগিদে বের হচ্ছে মানুষ। দেখা যাচ্ছে না অল্প দূরের দৃশ্য, তাই হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা কিছুটা কমলেও রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে। জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবাহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, কিশোরগঞ্জ, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এছাড়া সকালে নদী অববাহিকা ও তার কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী ৫ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।