আর্কাইভ থেকে দেশজুড়ে

১৭ প্যাকেট ইয়াবা পেটে, হাসপাতালে যুবক

পাচারের উদ্দেশ্যে ১৭ প্যাকেট ইয়াবা গিলে ফেলেন রুবেল হোসেন (৩৫) নামে এক যুবক। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ।

তিনি জানান, চিকিৎসকরা পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করার চেষ্টা করছেন। রুবেলক পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পেটে থাকা প্রতি প্যাকেটে ৪০ পিস করে ইয়াবা আছে বলে ধারণা করা হচ্ছে।

সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, রুবেলের ২১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে। তার পেটে থাকা ১৭ প্যাকেট ইয়াবা বের করার চেষ্টা করছেন চিকিৎসকরা। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রুবেল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গিরদাইন এলাকার বাসিন্দা। তার সহযোগী জহিরুল (২৬) ও মকবুলকে (৪০) আটক করেছে পুলিশ।

রুবেলের স্ত্রী সাহিদা সংবাদমাধ্যমকে বলেন, কুমিল্লায় আটদিন আগে পেটে করে পাচারের উদ্দেশ্যে ১৭ প্যাকেট ইয়াবা গিলে ফেলেন রুবেল। পরে বাসায় এলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সকালে শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তার অবস্থা ভালো নয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন