দুবাইয়ে শাকিবকে দেখতে ভক্তের ঢল
ঢাকাই সিনেমার বর্তমানের জনপ্রিয় নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে বিরাজ করছে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত।
বর্তমানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন তিনি। রোববার (১৫ জানুয়ারি) সেখানে উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সুদর্শন এই অভিনেতা।
নিজের হাতে সেলফি তোলা সেই ছবি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘লাভ ইউ অল’। সেলফিতে দেখা যায় অনেক ভক্ত এসেছেন শাকিব খানকে দেখতে। মুহূর্তেই এই ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে।
প্রসঙ্গত, প্রতি বছরই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। দিনের পর দিন তাদের পরিশ্রমের বিনিময়ে এ দেশে রেমিট্যান্স পাঠায় তারা। কিন্তু তাদের কষ্টগুলো যেন আড়ালেই থেকে যায়। তাই তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই উদ্যোগ।