আর্কাইভ থেকে লাইফস্টাইল

যেভাবে কোমল হবে শীতের শুষ্ক ত্বক

শীতকাল মানেই শুষ্ক আবহাওয়া। ফলে এই ঠান্ডায় ত্বকও হয়ে যায় শুষ্ক ও খসখসে। তাই এ সময় ত্বকের যত্নে বাড়তি নজর প্রয়োজন। অনেকেই শীতের রুক্ষতাকে আড়াল করতে অতিরিক্ত রূপচর্চার সাহায্য নেন। কিন্তু সব সময় সেই পদ্ধতি কার্যকর না-ও হতে পারে। বরং তার চেয়ে অনেক সহজ একটি উপায় হল, সারা দিনে অন্ততপক্ষে চার থেকে পাঁচ বার মুখ ধোয়া। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে নেয়া দরকার। তাছাড়া শরীরচর্চার শেষে, মেকআপ তোলার পর, বাইরে ধুলোবালি মেখে ফিরলে, রান্নাবান্না করার পরে ত্বক পরিষ্কার করতে প্রথমেই বারকয়েক মুখে পানির ঝাপটা দেয়া চাই-ই চাই। ত্বকের পরিচর্যা মুখের আগে হাত বাইরে থেকে ফিরে মুখ ধোয়া খুবই জরুরি। তবে অনেক সময় দেখা যায়, বাইরে থাকাকালীন কিংবা অফিসের বাথরুমে হাতে পানি নিয়ে মুখে ঝাপটা দিয়ে নেন অনেকে। এ ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, মুখ ধোয়ার আগে হাত ধুয়ে নেয়াটাও জরুরি। কারণ হাতে থাকা জীবাণু ত্বকের ক্ষতি করতে পারে। কেমন পানিত মুখ ধোবেন শীতে ঠান্ডা পানি বার বার স্পর্শ করতে কষ্ট হয়। কাজেই কিছুটা গরম পানি মিশিয়ে ঈষদুষ্ণ পানি দিতে পারেন চোখে মুখে। বিশেষ করে মেকআপ মুছতে সবার আগে ক্লিনজার ব্যবহার করুন। মেকআপ উঠে গেলে তারপর মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। মুখ ধোয়ার সময় ত্বক যদি শুষ্ক হয়, সে ক্ষেত্রে ফেসওয়াশের পরিবর্তে ক্লিনজার, ফেশিয়াল অয়েল, মাইসেলার ক্লিনজিং ওয়াটার ইত্যাদি ব্যবহার করতে পারেন। শীতের রাতে অনেকেই মুখে ক্রিম মেখে ঘুমোতে যান। তাই সকালে উঠে প্রথমেই ভাল করে মুখ ধুয়ে নেয়া প্রয়োজন। যাদের ত্বক তৈলাক্ত, তারা জলীয় কোনও ফেসওয়াশ ব্যবহার করুন। ত্বকের পরিচর্যা মেকআপ তোলার ক্ষেত্রে মেকআপ তোলার জন্য বিভিন্ন ক্লিনজিং ব্যবহার করার চল রয়েছে। যারা বাজারচলতি প্রসাধনী ব্যবহার করতে চান না, তারা ব্যবহার করতে পারেন নারকেল তেল। মুখ মোছার জন্য টিস্যু ব্যবহার না করে বরং ফেস পাফ ব্যবহার করতে পারেন। তবে ফেস মাস্ক ব্যবহার করার পর আর আলাদা করে মুখ ধোয়ার প্রয়োজন নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন