যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে জিয়া সফল : খন্দকার মোশাররফ
যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউর রহমান সফল হয়েছেন। সরকার তাকে ভয় পায়। ভয় পায় বলেই জিয়াউর রহমানের অবদানকে বিকৃত করছে। বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, সরকারের অত্যাচারে দেশের মানুষ আজ দিশেহারা। তারা এখন এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রচনা প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল।
উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।