আর্কাইভ থেকে ক্রিকেট

গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের সামনে ১০৪

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের দরকার ১০৪ রান।

প্রমীলা টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১০৩ রানের বেশি করতে পারেনি।

 

বুধবার (১৮ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। খেলা শুরুর ৩.৩ ওভারে দলীয় ১১ রানে ওপেনার লাসয়া মুল্লাপুদিরকে হারায় যুক্তরাষ্ট্র। এরপর স্নিগ্ধা ও দিশা মিলে এগিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু ১৪ তম ওভারে পর পর স্নিগ্ধা ও দিশার উইকেট তুলে নেয় বাংলাদেশের নারীরা।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১০৩ রান।

যুক্তরাষ্ট্রের হয়ে লাসয়া মুল্লাপুদি ১২ বলে ৫ রান, দিশা ধিনগ্রা ৩৯ বলে ২০ রান, ইসানি ভাগহেলা ১৭ বলে ১৭ রান, স্নিগ্ধা পল ৩৭ বলে ২৬ রান, গেতিকা কোদালি করেন ১৬ বলে ১৬ রান। বাংলাদেশের হয়ে দিপা খাতুন ও মারুফা আক্তার ২ টি করে এবং ইয়াসমিন অর্থী ১ টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা

এ সম্পর্কিত আরও পড়ুন