ইজতেমায় যাওয়ার পথে ২২টি বাসে তিন শতাধিক রোহিঙ্গা আটক
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে (সাদপন্থী) অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। এসব রোহিঙ্গা প্রথমে ক্যাম্প থেকে আলাদা আলাদা বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেন। পরে শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা জানান, কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে তারা গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে ২২টি বাস নিয়ে ক্যাম্প থেকে বের হয়। তবে কক্সবাজার শহরে প্রবেশ করা পর্যন্ত পথে কোথাও তাদের আটকায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এসব রোহিঙ্গাদের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।