আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা

সৌদি ক্লাস আল নাসের ও আল হিলালের যৌথ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দোহা পৌঁছেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। এখানে অনুশীলন করবে পিএসজির পুরো দল। সেখান থেকেই রাজধানী রিয়াদে গন্তব্য ক্রিস্তোফ গালতিয়ে শিষ্যদের।

 

বুধবার ( ১৮ জানুয়ারি) পিএসজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দলের তারকাদের দোহায় পৌঁছানোর ছবি ও ভিডিও শেয়ার করেছে।

 

যৌথ ক্লাবটির বিপক্ষে পিএসজির রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। ইতোমধ্যে পিএসজির বিপক্ষে দলটির অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন এলেমটেনের চিরপ্রতিদ্বন্দ্বী সিআর সেভেন।

 

তবে ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হবে না পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও ডিফেন্ডার নর্দী মুকিয়েলের।

আরও পড়ুনঃ লিটন দাসের হাতে বধ ম্যাশদের জয়ের মিশন

গত বছরের শেষে আড়াই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লীগে থাকাকালীন এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের হয়ে এখনও অভিষেক হয়নি এই পর্তুগিজ তারকারর।

 

যে কারণে আল নাসেরর জার্সিতে মাঠে নামার আগেই তাই সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনালদোর।

 

সবকিছু ঠিকঠাক থাকলে এই খেলায় মুখোমুখি লড়াইয়ে দেখা হবে রোনালদো ও লিওনেল মেসির।

 

সবশেষ দুজনের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে সে ম্যাচ জিতে নেয় ইউভেন্তাস এবং সেই খেলায় জোড়া গোল করেছিলেন রোনালদো।

আরও পড়ুনঃ  ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন