নিভল কামরাঙ্গীরচরের আগুন
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার জুতার কারখানার আগুন নিভেছে। তবে পুড়ে গেছে গোটা কারখানাটি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দমকলকর্মী আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে নেমে যায়। আধা ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।