টুইটার ব্লু বার্ষিক সাবস্ক্রিপশন ফি এখন ৮৪ ডলার
ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর তার অন্যতম লক্ষ্য ছিল টুইটারে সাবস্ক্রিপশন ব্যবসা গড়ে তোলা। টুইটার ব্লু প্যাকেজ চালু করে তিনি সে লক্ষ্য পূরণ করেছেন। এ পরিষেবা পেতে ওয়েব গ্রাহকদের প্রতি মাসে গুনতে হয় ৮ ডলার এবং আইওএস গ্রাহকদের গুনতে হয় ১১ ডলার।
সম্প্রতি এক ঘোষণায় বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজটিতে ১২ শতাংশ ছাড় দেয়া হয়েছে। সাধারণত বছরে ৯৬ ডলার ফি নির্ধারিত থাকলেও বর্তমানে প্যাকেজটি কিনতে দিতে হবে মাত্র ৮৪ ডলার। খবর দ্য ভার্জ।
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার বস পরিষেবাটি চালু করে টুইটারকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। এ পেইড সার্ভিস ব্যবহার করে গ্রাহকরা দীর্ঘ প্রতীক্ষিত ব্লু ভেরিফায়েড চেক চিহ্ন পেতে পারে। টুইটার বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে এ পরিষেবার গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়। টুইটার ব্লু পরিষেবাগ্রহীতারা কম বিজ্ঞাপন দেখা, পছন্দ অনুযায়ী কনটেন্ট বাছাই করা এবং অন্যান্য বিশেষ সুবিধা পায়।
প্লাটফর্মটিতে আরো বেশি গ্রাহককে প্যাকেজ সাবস্ক্রিপশনে আকৃষ্ট করার জন্য বার্ষিক প্যাকেজে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে টুইটার। ওয়েব ব্যবহারকারীদের জন্য এ পরিষেবার মাসিক মূল্য সাধারণত ৮ ডলার। অ্যাপল আইওএস ব্যবহারকারীদের খরচ একটু বেশি পড়ে। কেননা অ্যাপল ডিভাইস ব্যবহারের জন্য গ্রাহকদের ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়। এজন্য আইফোন ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার ফি নির্ধারণ করেছে টুইটার।
টুইটার সম্প্রতি ব্যবহারকারীদের ফোন নম্বর ভেরিফাই করতে বলছে, যাতে গ্রাহকরা তাদের আকাঙ্ক্ষিত ব্লু চেক চিহ্নটি পেতে পারে। ভেরিফায়েড ব্যবহারকারীরা তাদের টুইটগুলোর অগ্রাধিকারসহ বেশকিছু সুবিধা পাবে। টেক জায়ান্টটি বলছে, ভেরিফায়েড ব্যবহারকারীদের টুইটকে অগ্রাধিকার দেয়া হবে। এর মানে হলো, এসব গ্রাহকের রিপ্লাই থ্রেড সবার শীর্ষে থাকবে এবং তাদের টুইটগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। এজন্য টুইটার ব্লু পরিষেবার নতুন বার্ষিক সাবস্ক্রিপশন অফারটি লুফে নেয়ার সময় এখনই। কেননা বর্তমানে টুইটার ওয়েব ব্যবহারকারীদের ব্লু ভেরিফায়েড চেক, টুইট বাতিল ও অন্যান্য ফিচার ব্যবহারের প্যাকেজটিতে ১২ শতাংশ ছাড় দিচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন বলছে, অ্যাপল আইফোন ব্যবহারকারীরা বার্ষিক সাবস্ক্রিপশন পরিষেবাটি প্রায় ৩৬ শতাংশ সস্তায় পেতে পারে। নতুন ছাড়ের কারণে ওয়েব ব্যবহারকারীদের জন্য বার্ষিক ব্লু সাবস্ক্রিপশন ফি এখন মাত্র ৮৪ ডলার, অন্যান্য সময়ের তুলনায় যা অত্যন্ত কম। সাধারণত ব্লু সাবস্ক্রিপশনের জন্য বার্ষিক ফি ৯৬ ডলার। চলমান অফারে সাবস্ক্রিপশন নিলে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। আইফোন ব্যবহারকারীরা ওয়েবের মাধ্যমে টুইটার ব্লু প্যাকেজ সাবস্ক্রাইব করে তাদের জন্য নির্ধারিত বার্ষিক ফির তুলনায় কমপক্ষে ৩৬ শতাংশ ছাড় পেতে পারে।