ছয়ে পাঁচ সাকিবের ফরচুন বরিশাল
বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় ঢাকার বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছে সাবিক আল হাসানের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচে জয় পেল দলটি। শুরুতে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৭৪ রানের টার্গেট দেয় বরিশাল। ঢাকার অধিনায়ক নাসির হোসেন শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেও জয় এনে দিতে ব্যর্থ হন দলকে।
১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার উসমান ঘানি ও সৌম্য সরকার মিলে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন। দলীয় ৪৬ রানের মাথায় ১৯ বলে ৩০ করে উসমান আউট হলে স্কোরবোর্ডে ৪ রান যুক্ত হতেই বিদায় নেন সৌম্য সরকারও। ৫৯ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন ইমরান। এরপর মোহাম্মদ মিথুন ও অধিনায়ক নাসির হোসেন মিলে এগিয়ে যেতে থাকে। ব্যাক্তিগত ৪৭ রান করে ফিরে যান মিথুন। এরপর আরিফুল হককে সাথে নিয়ে ম্যাচের শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক নাসির হোসেন। তার করা ৩৬ বলে ৫৪ রানের ইনিংসে ঢাকা থামে ১৬০ রানে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। ৪৪ রানের মাথায় হারিয়ে ফেলে ৩ উইকেট। ৮৯ রানের মাথায় ১৭ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান।
এর পর মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ব্যাট চালাতে থাকেন গতোদিন সেঞ্চুরি করা ইফতেকার আহমেদ। ২ টি ছয় ও ৫ টি চারের সাহায্যে ৩৪ বলে ৫৬ করে অপরাজিত থাকেন ইফতেকার। ৩১ বলে ৩৫ করে রিয়াদও শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।
ঢাকার অধিনায়ক নাসির হোসেন সংগ্রহ করেন ২ টি উইকেট।
আরও পড়ুনঃ যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার দানি আলভেস