আর্কাইভ থেকে ফুটবল

বার্সা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে ডিপাই

বার্সেলোনা থেকে আড়াই বছরের চুক্তিতে ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইকে দলে ভিড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার অনুমতি নিয়ে বৃহস্পতিবার অ্যাটলেটিকোর সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি।

ইতালীয়ান সাংবাদিক ও দলবল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজো রোমানো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিপাইয়ের ট্রান্সফার ফি ৩০ লাখ ইউরো। বোনাসসহ কাতালান ক্লাবটি পেতে পারে আরও দশ লাখ ইউরো।

২০২১ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ডিপাই।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচ খেলে ১৪টি গোল করেন মেমফিস। গ্রীষ্মের দলবদলে পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানডফস্কি বার্সায় যোগ দেওয়ার পর জাভির অধীনে নিয়মিত হয়ে পড়েন।

জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচ খেলে ৪৩ টি গোল করেছেন মেমফিস। নেদারল্যান্ডস দলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় তার অবস্থান দুইয়ে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন