রোনালদোকে নিয়ে কোহলির কড়া জবাব
বিরাট কোহলি রোনালদোর অনেক বড় একজন ভক্ত। রোনালদোর মতো ফিটনেস ধরের রাখার জন্য তার মতোই অনেক বেশি হার্ড ওয়ার্কও করেন এই ভারতীয় ব্যাটার। বেশ কয়েকবার নিজের পছন্দের ফুটবলার হিসেবে সিআরসেভেনের কথা জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। আর তাই তো পিএসজির বিপক্ষে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সের পর রোনালদোকে নিয়ে মুখ খুললেন কোহলি।
ম্যানেচস্টার ইউনাইটেড ছেড়ে যাবার পর দল বিহীন বেশ কিছুদিন ছিলেন রোনালদো। গেল কাতার বিশ্বকাপেও খুব একটা ভালো সময় কাটে নি এই পর্তুগিজ তারকার। এর এমন পরিস্থিতিতে রনকে নিয়ে সমালোচনাও কম হয় নি। ফুরিয়ে গেছেন, সময় শেষ, বয়স হয়েছে আর হবে না। ইউরোপ ছেড়ে সৌদি আরবে যাওয়ায় আরও জোরালো হয় সমালোচনা।
আর তাই তো পিএসজির বিপক্ষে রোনালদোর দারুণ পারফরম্যান্সের পর সমালোচকদের ধুয়ে দেওয়ার পাশাপাশি রোনালদোকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান ভারতীয় তারকা ক্রিকেটার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে বিরাট লেখেন, “ 38 বছর বয়সে এসেও দুর্দান্তভাবে পারফর্ম করছে। ফুটবল বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহে তার মনোযোগ আকর্ষণের জন্য এবং খবরে থাকার জন্য সমালোচনা করে। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাবের বিপক্ষে সে এমনই পারফরম্যান্স করেছে।”
কোহলি ব্যঙ্গ করে লিখলেন– এবং তিনি স্পষ্টতই শেষ হয়ে গেছেন।