আর্কাইভ থেকে ক্রিকেট

অবসর নিয়ে মোহাম্মদ আশরাফুলের ভাবনা

বাংলাদেশ ক্রিকেটে অন্যতম প্রতিভাবান একজন তারকা ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন সেঞ্চুরি। পেয়ে যান সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের খেতাব। শুধু তাই নয় একটা সময় জাতীয় দলের অধিনায়কত্বও করেছিলেন তিনি।

কিন্তু ২০১২ সালে বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ফলে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল দীর্ঘ দিন।

 

সবশেষ ২০১৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন আশরাফুল। এরপর আর জায়াগ করতে পারেনি জাতীয় দলে। তবে খেলা চালিয়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে।

 

চলমান বিপিএলে মোহাম্মদ আশরাফুল কোন দল পাননি। তারপর তিনি জানালেন অবসর নিচ্ছেন না এখনি।

 

আরও পড়ুনঃ নাসিম শাহ তুমি কার!

 

রোববার (২২ জানুয়ারি) অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, তিনি আরও খেলতে চান। হয়তো আরও একটা-দুটা মৌসুম খেলবেন। তার জন্য এইটাই যথেষ্ট।

আবারও জাতীয় দলে ফেরার বিষয়ে বলেন, এখন আর জাতীয় দলে ফেরার মতো অবস্থায় তিনি নেই। জাতীয় দলে ফেরা সম্ভব না হলেও চালিয়ে যেতে চান ক্রিকেট।

 

আরও পড়ুনঃ বন্ধুকে বিশ্বাস করে ৫৭ লাখ টাকা হারালেন যাদব

এ সম্পর্কিত আরও পড়ুন